এই শহর,এই জীবন
রুদ্র সান্যাল
"পুরানো দুঃখ গুলো আজকাল মৃদু ঢেউ হয়ে/ সুখের মতন ফিরে আসে।/ তাদের বয়েস ও শরীর আছে/ ইচ্ছে অনিচ্ছে আছে/ তারা দেখা হলেও কথা বলে না।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার শব্দ গুলির মতন আজকাল ফিরে ফিরে আসে আমার শহর। বোবা চাহনিতে শুধু তাকিয়ে থাকে আমার দিকে।
শহর, এক চিরচেনা শব্দ যা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এই শহরের আলো হট্টগোল,জনজীবনের তীব্র কোলাহল এবং রাস্তার ব্যস্ততা আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এই শহর আমাকে অনেককিছুই আজ শিখিয়েছে। এখানে একা পথচলা, নিজেকে গড়ে তোলা এবং সেই সাথে মানুষের ভিড়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া সবকিছুই আমার শহরের অবদান।
আমার শহরের আলো আঁধারির মাঝে অজস্র লুকিয়ে থাকা গল্প, যা অনেক ক্ষেত্রেই জীবনের গল্প কেও হার মানায়, সেখানে মিশে থাকে হাসি কান্না আর ইট পাথর এবং কংক্রিটের যান্ত্রিক জীবনের মাঝে লুকিয়ে থাকে অনেক ইতিহাস।
এ শহর আমাকে শিখিয়েছে নতুন সম্পর্ক নতুন বন্ধু এবং নতুন ভাবনা কিভাবে নিজের জীবনকে নতুন ভাবে আন্দোলিত করতে পারে তার দিশা। এই শহর শিখিয়েছে জীবনের প্রতিটি পর্বে কিভাবে প্রতিকূলতার মধ্যে থেকে নিজের পথ খুঁজে নিতে হয়। আশা নিরাশার মাঝে এই শহর আর এই জীবন একে ওপরের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। শহরের প্রতিটি দিন-রাত প্রতিটি মুহূর্ত আমাদের জীবনকে নতুন গল্প শোনায়। তবুও এই মধ্যবয়েসে এই শহর কেও মাঝে মাঝে কেমন যেন অজানা লাগে, বোবা চাহনিতে সে যেন আমাকে শুধুই বলতে চায়, " শেষ পর্যন্ত তুমিও যান্ত্রিক হয়ে গেলে!"
No comments:
Post a Comment