Sunday, September 1, 2024


 

হাতুড়ির খুট খাট
অলকানন্দা দে


তোমাকে শোনাব প্রেমের কবিতা হে তিমির,
তেমন রাত্রি আর আসবে না।
অশান্ত নীহারিকা ক্ষতবিক্ষত অরুন্ধতী হতভাগা আকাশটার গায়ে।
অকরুণ আঁধারে ক্ষয়ে গেছে প্রেম, বলে না একটিও কথা।
হাতুড়ির শব্দে রাত্রিরা মুখ গুঁজে পড়ে থাকে।
বারোমাস চলে মৃত নগরী বোনা।
জোনাকিরা গেছে সহমরণে জোৎস্নার সাথে।
গাছ নেই ছায়া নেই ক্লান্ত হলুদ পাখি কার্নিশে কাঁপে।
বিমনা সে, ভাবে কোথায় পৃথিবী, ক্ষেত মাঠ ঘাস!
দৃশ্যের ক্ষুধায় কেঁদে ভাসে শুধু গরম বাতাসে।
রাতের কোলে নেই রাতচরা।
অনুরাধা রোহিণী যেন গত জন্মের মুহুর্তে ভেসে থাকা আলো।
ধনপতির হাতে গড়া এটা যে শ্মশানের দেশ।
উপরে আকাশ দেখি না। দেখি শুধু কুহকের আলো।
সারি সারি অপ্রেম অনুপ্রেরণার গলা টেপে।
সব শিশুকে প্রবীণ করে কংক্রিট কঙ্কাল।
এ কি পৃথিবী! নিরাশার হিসাব ডিঙিয়ে উঠে যায় ফ্লাইওভার। মিলিত হয় তাদের সমাজে।
আর একটিবার ওড়ার মতো একটুও আকাশ বেঁচে নেই ঘুড়ির জীবনে।১৭
কোনটা পূর্ব ঠিক করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
তিমিরহননে কোরাসে মত্ত হাতুড়ি স্মরণীয় শতক এনেছে।
এখানে জীবন নিতান্ত পরিমেয়, কিচ্ছু করার নেই।

No comments:

Post a Comment