বদল
মিষ্টু সরকার
এ সময় বড়ো অস্থির
এসময় বড়ো অচেনা
এই রাত অনেক বড়ো
এ দিন নয়তো চেনা ।
সমাজের ধূলো ঝেড়ে ফেলে
গড়ি জীবন শুদ্ধ চেতনাতে
দেখা হোক তোমার আমার
চেনা ফুটপাতে জনমতে ।।
অচলায়তন ভেঙ্গে ফেলো
ভাঙ্গো বাস্তু ঘুঘুর পাঁচিল
পায়ে পায়ে রাজপথে হাঁটে
Want justice চাওয়া মিছিল ।।
এক আকাশ রক্ত মেখে
বাতাস হয়েছে ক্লিষ্ট
আমরা জাগলে জাগবে রাষ্ট্র
অন্ধ ধৃতরাষ্ট্র ।।
রাষ্ট্র যদি ধর্ষক হয়
তুমিও তার একজনা
ধর্ষিতাদের রক্তে বাড়ছে
রাষ্ট্রের !! পাহাড় সমান দেনা ।।
সুখের চাদরে আর ঘুমিও না
ওঠো জাগো তিন সত্যি
তোমার ঘরেও বাড়ছে দেখো
ছোট্ট ফুল এক রত্তি ।।
দিন বদলের স্বপ্ন দেখি
আমি অহর্নিশ
শুধু তোমার জিভের আগায়
কাল সর্পের বিষ !!
এ সময় বড়ো ছোঁয়াচে
এ রাত বড়ো গভীর
এ আশা যদি খুবই ক্ষীণ
তবু; উঠছে স্বর নাভির ।।
No comments:
Post a Comment