এই শহর, এই জীবন
শ্রাবণী সেন
এই শহর, এই জীবন দুজনে হাতে হাত রেখে চলে
ছোট বড় কত জানা অজানার গল্প দুজনে বলে।
আলো ভরা কত দিন এল গেল এই শহরের বুকে
জীবনের কত রাত কেটে গেছে পরম আদরে সুখে।
আবার কত না ঝঞ্ঝা বৃষ্টি দুর্যোগ এল ভারি
দেখেছে শহর মানুষ দাঁড়িয়ে জোট বেঁধে সারিসারি।
আবার কখন পায়ে পায়ে চলে মিছিল শহর জুড়ে
এই শহরই তো জীবন তখন, থাকতে পারে না দূরে।
ইতিহাস কত কথা রেখে যায় সৌধে, পাথরে, ইঁটে
সযতনে তার কথা মনে রেখ যেন না কাটে তা কীটে।
No comments:
Post a Comment