রাষ্ট্র শহর জীবন ও বসরাই গোলাপ
সন্তোষ ভট্টাচার্য
একটা রাষ্ট্রকে পিঠে করে নিয়ে উড়ে যাচ্ছে নক্ষত্র
শতাব্দী ছাড়িয়ে তার ঘুমের ভিতর অরাজকতা
উটের মুখ থেকে ধ্বনিত হচ্ছে নিচারের নৈরাজ্যবাদ
দেহতত্বের সমুদ্র সুড়ঙ্গে দরজা খুলছে পলাতক পরাজয়
খুব ভোরে কুৎসিত শহর প্রসব করছে পিঙ্গল হরিণী
হত্যার পূর্ব মুহূর্তে মহৎ ভবিষ্যত যার ভাগ্যে লেখা ছিল
জীবন লুকিয়ে আছে বাঘের খাঁচায় স্পর্শ পেলে ফেটে যাবে
এই রাষ্ট্র, শহর, জীবনকে রাইসিন আর নাক্স ভমিকা দাও
বাঁচতে বাঁচতে মরবে অথবা মরতে মরতে বেঁচে যাবে
এখানে একটা সূর্য কোটি কোটি মৃত্যুকে দেখেছে
কিন্তু কোটি কোটি মৃত্যু একটা সূর্যকেও দেখতে পায় নি
অল্প আলোতে ধুলিস্যাৎ কর জীবন যেখানে প্রাণ নেই
ইরেজার দিয়ে মুছে দাও শহর যেখানে জীবন নেই
গুঁড়িয়ে ফেল রাষ্ট্র মধ্যবর্তী দ্রাঘিমা, বসাও বসরাই গোলাপ চারা
শান্ত এক শান্তিতে অল্প পাওয়ারের ব্লু লাইট সারারাত জ্বলবে
Sunday, September 1, 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment