বিচারের বাণী
নিতাই দে
রাত দখলে বজ্র মুঠি
একতাই হাতিয়ার,
পথে নেমে নরনারী
বিচার চাই অভয়ার।
ডাক্তার হোক বা সে ঝাড়ুদার
তোমার আমার ঘরে
আর অভয়া না হয় যেনো
কন্ঠ ছাড়ো জোরে।
ক্ষোভে ফুঁসছে লক্ষ্মী-দুর্গা--
সাবধান প্রতিবাদী !
"ক্ষোভের আঁচে রুটি সেঁকে"
লক্ষ্য যাদের গদি!
অভাগী মা বিচার আশায়--
বিচার পাবে সে কই?
"বিচারের বাণী নিভৃতে কাঁদে"
অনাচারে থই থই।
বদল আনো চিন্তা চেতন
লড়তে হবে খুব জোর,
দুরাত্মা সব বিনাশ হবে
আসবে নতুন এক ভোর।
No comments:
Post a Comment