Friday, May 3, 2024



মুনা 

অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩১

ক্রোড়পত্র 



একটি উপন্যাস 

শৌভিক রায় 


ঢেঁকি শাক তোলা থেকে  বড়ি দেওয়া 

কিংবা বর্ষাদিনে রবি ঠাকুরের গান...... 

এরকম অনেক গল্প আমাদের মায়েদের থাকে 

কান বধির হলে সেই সব গান শুনি 

চোখ অন্ধ হলে দেখি মা-কে 


মায়েদের কিছু বলতে নেই, 

হয়ত বা করতেও নেই 

আধমহলা স্বপ্নপুরে এসে তাই নিত্য প্রেম তাঁদের 

নাটমন্দিরের কালাকানুর সাথে 


এভাবেই ঘুরে যায় মাস থেকে বছর 

পায়ে পায়ে ঘোরে কিচ্ছু উত্তরাধিকার 

মায়েরা গল্প বলেন কোনও এক না দেখা গ্রামের 

যেখানে আজও ভেসে বেড়ায় পুকুরের জলে দুপুরের হাঁস 

উঁকি দিয়ে দেখে ভীরু চোখের কেউ হয়ত বা!


মা তবু মা থেকে যান 

কারোর না হয়েও মা রয়ে যান অন্য মায়ের কাছে.... 

No comments:

Post a Comment