মুজনাই
অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩১
ক্রোড়পত্র
মা, শুধু তোমার জন্য
রথীন পার্থ মণ্ডল
বেশ তো ভালোই ছিলাম
এখন আমি ভালো নেই
ভালো নেই আমার মন
ভালো নেই আমার শরীর
ভালো নেই আমার সমস্ত দিন-রাত
এমনকি আমার আমিটাও
আসলে আমার আমি আর তুমির মাঝে
কোথাও যেন আজ চোরাবালি ঢুকেছে
তোমাকে সারাজীবনের জন্য কাছে রাখতে চাই
তোমার হাত ধরে চলতে চাই
সারাজীবনের পথ
ছোট থেকে বড় হওয়া
হাতে হাত ধরে পথ চলা
আজ বড় বেদনার
জানো মা,
তুমি
তোমার আঁচল
তোমার আশীর্বাদের হাত
তোমার স্নেহ ভালোবাসা আছে বলেই
আজও আমি স্বচ্ছলভাবেই জীবনযাপন করি।।
No comments:
Post a Comment