Thursday, May 2, 2024


 

মুনা 

অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩১

ক্রোড়পত্র 




মা  
পার্থ বন্দ্যোপাধ্যায় 

আজও  গেল  না  আমারঠোঁট  ফোলানো  অভিমান,
শ্মশানঘাট  থেকে  ফিরেই
কেটে  ফেলা  হয়েছিল পঞ্চমুখী  জবাগাছ,
সিঁদুরেই  নাকি তার নজর ছিল। 

মোটা  ফ্রেমের  চশমা, চওড়া পেড়ে শাড়ি, 
চারগাছা   চুড়ি , সোনার  বালা।
সেগুলো সবই আছে,  আজ বাক্সবন্দি। 
সেসব ভাবলেই মনটা হু হু করে ওঠে। 

কখনো  কখনো  বাতাসে  ভেসে  আসে 
আফগান স্নো 'র গন্ধ,.. মা  আর আসে না।
ভারি বাতাস হাহাকার বয়ে আনে।

জগন্ময় মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়,  আরতি মুখোপাধ্যায়ের  গান,... আজও  আছে। 
আজও   আছে , বনগাঁর   বাটার  মোড়,
সেই  মিষ্টির  দোকান,  ছানা-সন্দেশ,
কুমুদিনী  স্কুল,  রায়ব্রীজ ? একরাশ স্মৃতি 
বুকে  নিয়ে  আজও  আছে, সবই।
এ  পথেই আলতা পায়ে হেঁটে যেতেন। 

একদিন স্কুল থেকে ফিরে মা'কে পাইনি, 
দরজায় তালা দেখে অভিমানে ঠোঁট ফুলে উঠেছিল। 

স্মৃতি আজও আছি, আজও গেল না আমার 
ঠোঁট   ফোলানো  অভিমান।

No comments:

Post a Comment