Thursday, May 2, 2024


 

মুনা 

অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩১



খোঁজ
দেবযানী সেনগুপ্ত

স্তব্ধতার ভাষা-
 এখন আমি বুঝতে পারি।
 শুনতে পাই -
নির্জনতার কলতান।
 অনুভব করি -
 কুয়াশা জড়ানো নদীর উষ্ণতা
 মননে ওঠে -
শিশির ধোয়া জলের ঢেউ।
 চেতনায় জাগে -
 অস্তায়মান সূর্যের রক্তিম আভা।
  মেঘের মিনারে রূপকথা খেলা করে।
 বাতাসে ভাসে অতীত সুগন্ধ।
 ঝরা পাতার গানে তখন-
 আমায় খুঁজে পাই।।

No comments:

Post a Comment