মুজনাই
অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩১
ক্রোড়পত্র
মা
মগ্ননীল(দীপ মুখার্জী)
দশ মাস দশ দিন
সময় শুধু নয়,
নতুন প্রাণ সঞ্চার
নব জীবনের আলো দেখানো
সেই তুমি 'আমার মা '।।
মাতৃ জঠরের সেই দিন গুলি
যখন তিল তিল করে নবপ্রাণের
অঙ্কুরোদগম হচ্ছিল
শত কষ্ট নীরবে সয়ে থাকা
তুমি আমার মা।।
তোমার কোল আলো করে
যখন শুয়ে ছিলাম...মনে আছে মা
তুমি আমায় গান শোনাতে,
একটু বড় হলে শাসন করতে
জীবনের সবটুকু জুড়ে ছিলে তুমি
তুমি আমার মা।।
সারাদিনের কাজ শেষে ক্লান্ত
হয়ে থাকা শরীর নিয়ে যখন ঘরে ঢুকি,
তুমি যখন বলো "খোকা আসলি??"
সত্যি বলছি মা সব ক্লান্তি জুড়িয়ে যায়।
সব খুশিতে কষ্টে তোমার হাসিমুখ যখন ভাসে
মন বলে কেউ তো সাথে আছে
তুমি আমার মা।
No comments:
Post a Comment