মুজনাই
অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩১
ক্রোড়পত্র
বিজ্ঞাপিত মাতৃত্ব
দেবদত্তা বিশ্বাস
সামনেই মাতৃদিবস। সমগ্র পৃথিবীতে প্রজাতিগত পার্থক্যে জীবজগতের বৈশিষ্ট্যগত পার্থক্য দেখা গেলেও প্রজাতি ভেদে মাতৃসত্ত্বা কিন্তু এক চিরকালীন সত্য। মাতৃত্বের সংজ্ঞা নিরূপণ করা এক কঠিন মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। শিশুর নাড়ী ছেড়া কান্নার সাথে সাথে একজন নারীর যে মাতৃত্বের যাত্রা শুরু হয় তা কিন্তু প্রথমেই পরিপক্ক থাকে না। মাতৃত্বের ক্রমবিকাশের ধাপ বাচ্চার বিকাশের ধারারই সমানুপাতিক। আজ যে শিশু সেই কাল ফুল ,ফল ,পাতার সমন্বয়ে মহীরূহ হয়ে উঠবে আর যে তার যাত্রাপথের অধিকাংশ নুড়ি, পাথর ,ঝড়, বৃষ্টির বাঁধা আটকে তাকে শুধুই আলোর অভিসারী করবে সেই শিশুর মা। সুতরাং একজন শিশুর সুষ্ঠ চারিত্রিক বিকাশ একজন মায়ের বহু বছরের সাধনা স্বরূপ।
মাতৃদিবসের প্রাক্কালে আজ বিশ্বায়নের মাঝে দাঁড়িয়ে আমার কিছু উপলব্ধি তুলে ধরতে চাই। যুগ বদলাচ্ছে। বদলে যাচ্ছে আমাদের দৈনিক চাহিদা। বাস্তব এবং আরোপিত বাস্তব দুনিয়ার বিভেদ প্রাচীরের এপাশ আর ওপাশে এক বিস্তর চরিত্রগত পার্থক্য মানুষে মানুষে। মুঠোফোনের বোতাম টিপে যদি দেখতে পাওয়া যায় হাজার হাজার কিলোমিটার দূরের কোন অন্য দেশ তবে ভূতের রাজার জুতো জোড়া আমরা আজ আর চাইবো না এটাই স্বাভাবিক । আর যদি হাতের সামনে থাকে অপেক্ষাকৃত কম বুদ্ধি ও শ্রম নির্ভর কোন উপার্জনের রাস্তা তবে সেদিকে মানুষ ঝুকবে বৈকি! হাই গাইস বলে সামনে এসে লাইক, কমেন্ট আর শেয়ারের বদান্যতায় যদি আপনার উপার্জন সম্ভব হয় তবে আজকের দুনিয়ায় সেটাই সঠিক। সবকিছুই যখন বদলাচ্ছে তখন বদলাবে না কেন মাতৃত্বের সংজ্ঞা? মোবাইল খুললে ভুরিভুরি ডেইলি ব্লগের মধ্যে আজ বিশেষভাবে লক্ষণীয় মা ও তার শিশুর পারস্পরিক দৈনন্দিন যাপনের চলতি ভিডিওগুলি। শিশুর ওঠা, বসা ,ঘুম, কান্না, হাসি প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি। আর ব্লগের সৌজন্যে সেসব নিমেষে পৌঁছে যাচ্ছে হাজার হাজার মানুষের কাছে। হয়তো কালের রকম ফেরে আজ মুহুর্তরা দামি এই ধারণা থেকেই এই ধরনের ব্লগের অবতারণা। বাচ্চা ভালবাসেনা পৃথিবীতে এমন লোক বিরল ।এই ভিডিওগুলি তাই অল্প সময়ই জনপ্রিয়তা পাচ্ছে আজকাল। ঘরে বসে এই ক্যামেরাবন্দি মুহূর্তরা যদি আপনাকে উপার্জন ক্ষম করে তোলে তাতে ক্ষতি কি ? কিন্তু এর কি খুব প্রয়োজন আছে? তাহলে ব্যক্তিগত শব্দটি কি অপ্রয়োজনীয় নাকি গুরুত্ব হারাচ্ছে দিন দিন? মা ও শিশুর শাশ্বত সম্পর্কে এভাবেই তো তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়ছি আমি আর আপনি। অপর পক্ষে মাতৃত্বের বিজ্ঞাপনে তৈরি হচ্ছে মোবাইল আসক্ত শিশু। আমার মতে ব্যক্তিগত মুহূর্তরা ক্যামেরাবন্দি নয় বরং মানসপটে গেঁথে থাকুক এক বুক তৃপ্তি নিয়ে। অন্তরালেই থেকে যাক কিছু সম্পর্কের চিরকালীন রোজনামচা। আর আমার আপনার উপার্জন হোক রুচিশীল পথে ।ভেবে দেখার সময় কি আসেনি?
No comments:
Post a Comment