Friday, May 3, 2024


 

সম্পাদকের কথা 

প্রথমেই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলের জন্য। সকলের শুভ হোক। ভাল থাকুন প্রত্যেকে। 

বছরের প্রথম মাস যেন সেই বছরের জন্মদাত্রী মা। এই ধারণা থেকেই এবারের ক্রোড়পত্রের বিষয় ছিল `মা`। আমরা আপ্লুত এত সংখ্যক লেখা পেয়ে। মা-কে নিয়ে ব্যক্তিগত গদ্য থেকে গল্প, কবিতা, স্মৃতিচারণা ইত্যাদিতে মুজনাইকে সমৃদ্ধ করেছেন মাননীয় লেখকরা। আমরা কৃতজ্ঞ। 

ক্রোড়পত্রের বিষয় বাদেও প্রবন্ধ, কবিতা ইত্যাদিও পাঠিয়েছেন অনেকে। ধন্যবাদ তাঁদেরও। সকলের সম্মিলিত প্রয়াসে মুজনাইয়ের সৃষ্টি জল এভাবেই টলমল করে। অনুমান করা হয় `মজে নাই` থেকে সৃষ্ট শব্দ `মুজনাই`। ছোট্ট নদী হলেও সে সারা বছর পুষ্ট। আমাদের ছোট্ট পত্রিকাও এভাবেই সকলের ভালবাসায় ভরে থাকে সৃষ্টির প্রবাহ নিয়ে।


         

 মুজনাই অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩১

 রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020

হসপিটাল রোড 

কোচবিহার 

৭৩৬১০১

ইমেল- mujnaisahityopotrika@gmail.com (মাসিক অনলাইন)

প্রচ্ছদ ছবি - বাবুল মল্লিক

ক্রোড়পত্রে ব্যবহৃত সংগৃহিত  ছবি- যামিনী রায়   

প্রকাশক- রীনা সাহা    

সম্পাদনা,  অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 

মুজনাই অনলাইন বৈশাখ  সংখ্যা ১৪৩১ 


এই সংখ্যায় আছেন যাঁরা 

প্রশান্ত নাথ চৌধুরী, গৌতমকুমার ভাদুড়ি, মণিদীপা নন্দী বিশ্বাস, সুদীপ দত্ত, 

গৌতমেন্দু নন্দী, উজ্জ্বল আচার্য, মৌসুমী চৌধুরী, উদয় সাহা,

 বেলা দে, লীনা রায়শ্রাবণী সেন, মঞ্জুশ্রী ভাদুড়ী,

অমলকৃষ্ণ রায়, ঋতুপর্ণা ভট্টাচার্য, শ্রাবণী সেনগুপ্ত, সুজাতা কর, 

 রীনা মজুমদার, রণিতা দত্ত, আলপনা নাগ সরকার, অনিতা নাগ,

দেবদত্তা বিশ্বাস, সম্রাজ্ঞী, মিষ্টু সরকার, শান্তনা বর্মন, রীতা মোদক,

মনোমিতা চক্রবর্তী, বটু কৃষ্ণ হালদার, 

 উমেশ শর্মা, দেবর্ষি সরকার, রামকৃষ্ণ পাল, দীপায়ন ভট্টাচার্য,

শ্যামলী সেনগুপ্ত, পার্থ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রানী চৌধুরী, রথীন পার্থ মণ্ডল,

 রবিনা সরকার, সুমন্ত সরকার, মগ্ননীল(দীপ মুখার্জী), পাপু মজুমদার,

বিনিময়  দাস, তপন বসাক, অলকানন্দা দে, মজনু মিয়া, বুদ্ধদেব দাস,

সঞ্জয় সাহা (এস.সাহা), জয়তী ব্যানার্জী, আকাশলীনা ঢোল,

 উৎপলেন্দু পালদেবযানী সেনগুপ্ত, প্রতিভা পাল, অর্পিতা রায় আসোয়ার,

রাজর্ষি দত্ত, পক্ষিরাজ, ভূমিকা ঘোষ, ছন্দা পাল, মাথুর দাস, তীর্থঙ্কর সুমিত,

রীনা সাহা ও শৌভিক রায় 


মুজনাই অনলাইন বৈশাখ  সংখ্যা ১৪৩১ 



No comments:

Post a Comment