মুজনাই
অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩১
উদাস বিকেলের খোঁজে.........
ভূমিকা ঘোষ
উদাস বিকেলের উদাসীহীনতা তবুও নদীর জলে সেই ব্যর্থতার স্রোত। মনের উদাসীহীনতা স্রোত ভেসে যায় হাজার হাজার অতীতের ব্যর্থতা। সে উদাস হওয়ার মেঘের শাড়ির কথা সেই আকাশ সাক্ষী আজও ছুঁয়ে যায় সেই উদাসী বিকেলের ছায়া। নদীর পাড়ের জল ছুয়ে যায় সিঁড়ি শুধু সঙ্গী হয়ে থাকে ওই উদাস বিকেলের উদাসী হাওয়া প্রাণের চিঠি বয়ে নিয়ে যায় পাখি যাক। আর অতি বয়ে নিয়ে যায় উদাস বিকেলের উদাসীনতা.......
No comments:
Post a Comment