Thursday, May 2, 2024


 

মুনা 

অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩১

ক্রোড়পত্র 


মা 

বুদ্ধদেব দাস 


আমার পুতুল খেলার দিনগুলি মা

ভীষণ মনে পড়ে।

কেন মা সেই সুখের ঘর

পড়ল ভেঙ্গে ঝড়ে।

জেগে জেগে রাতের পরে

জলের পটি মাথায়।

এখন মাগো সেদিনগুলো

চোখ ভিজিয়ে কাঁদায়।

একলা ফেলে বিদেশ এলাম

ছেড়ে এমন করে।

তোমার কোলে মাথা রেখে

শুতে ইচ্ছে করে।


ব্যস্ত আমার দিনগুলোতে

ডুবে থাকি কাজে।

নিঝুম রাতে আমার কানে

তোমার কথা বাজে।

সেদিনগুলো আবার আমি

ফিরে যদি পেতাম,

তোমার আঁচল মুখে ঢেকে

তোমার পাশে শুতাম।

সে দিনগুলো চলে গেছে

আসবে নাকো ফিরে।

এখনও মা তোমার কোলে

শুতে ইচ্ছে করে।


দুখের সেদিনহৃদয় ছিল

সময় ছিল ভারি।

আমায় তুমি খাওয়াবে বলে

করতে তাড়াতাড়ি।

তোমায় ছেড়ে দুরে গেলাম

একলা ফেলে ঘরে।

এখনও মা তোমার কোলে

শুতে ইচ্ছে করে।


আমি আর বোন মুড়ো নিয়ে

করতাম মারামারি।

তুমি দিতে আমার পাতে

আরও দুটো তারি।

বাবা যখন কাজে গেল

তোমার চোখে জল।

আমি যখন বিদেশ এলাম

করলে আমায় ছল।

হাসি মুখেও কষ্ট অনেক

তোমার বুকে বাজে।

তাইতো মাগো ভুল হয়ে যায়

আমার সকল কাজে।


কষ্ট তোমার মুছিয়ে দেব

ফিরব আমি ঘর।

ফিরেই যেন হয়গো আমার

আগের মতন জ্বর।

তেমন করে দেবে আমায়

মাথায় জলের পটি।

অনেক বেশি স্বাদের ছিল

গরম ডালে রুটি।

ফিরেই দেখি শূন্য ও ঘর

বন্ধ দুয়ারখানা।

তোমার কোলে শোয়ার

আমার ভাগ্য হল না।


তুলসী তলা শুকিয়ে গেছে

আর জ্বলে না বাতি।

আমার চোখে তোমার আকাশ

ভরিয়ে রাখে রাতি।

No comments:

Post a Comment