মুজনাই সাপ্তাহিক
নদী সংখ্যা
তিস্তা বুড়ি
বিজয় বর্মন
বিষন্নতার ওপারে তোমার সোনা মুখ,
ওগো নদী সাক্ষাৎ জননী,তুমিই জানো,
আমার সভ্যতার আদি কথা।
সাত পুরুষের অনন্ত ঘুমে
তিস্তা পারের ইতিহাস,
কাঙাল মনের ঘরে,তোমার নিরবতা,
নদীর জন্ম দেয়,
তোমাতেই রচিত গানের কথায়,
ভাওয়াইয়া হৃদয় ভাঙে।
পুজার মঞ্চে অধিষ্ঠিতা,
ভাসাই জলে ঢোনা,
আত্মার শ্রদ্ধাঞ্জলি, কৃষ্টি পরম্পরা।
তুমি আমার তিস্তা বুড়ি,
তোমার গর্ভে জমা যত হাসি কান্না,
সুখে দুঃখে তুমি জীবন রেখা।
ছবি ঋণ- বিশ্বজিৎ সরকার
No comments:
Post a Comment