Saturday, January 2, 2021


 





পার্থ সারথি চক্রবর্তী 
আবেশ

এক নিবিড় স্বপ্নে জড়িয়ে ধরেছিলাম 
       তোমাকে, আমার আবেশ দৃষ্টিতে,
রিক্ত হাতে বারবার দু'জনে চেয়েছিলাম 
      সমুদ্রের ঝিনুক, কোন এক উষাকালে।
কতগুলো চারাগাছ , যেগুলো লাগিয়েছি
     আমাদের রুক্ষ্ম হৃদয়ের শুষ্কভূমিতে।
আঙুলছোঁয়া শূন্যতার পাখায় ভর ক'রে
       পাড়ি দেয় এক অচিন আকাশে।

প্লেটোনিক কাহিনীর গন্ধে ভরপুর সকালে,
বসে পড়ি পাত পেতে- 
               সুসজ্জিত ব্যান্জনে বিভোর হয়ে। 


@মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭

No comments:

Post a Comment