Saturday, January 2, 2021


 





শতাব্দী সাহা

অকপট

উন্মত্ততার গভীর স্রোতে
ব্যাপন অভিস্রাবণ সব একাকার
দিকবিদিক জ্ঞানশূণ্য ছোটাছুটির
ভয়ার্ত কন্ঠস্বরের অবিশ্রান্ত হাহাকার ।


লড়াইটা খোলা ময়দানে
মতামত তবুও বাক্সবন্দী 
সবাই হতে চায় রাজা উজির
তাই তো যায় বদলে ছককাটার ফন্দি ।


অনন্তদিন জুড়ে নিরবিচ্ছিন্ন পরম্পরা
নয়তো সৃষ্টির তথাপি দন্ডমুন্ডের কর্তার
প্রতিশ্রুতি আর পূরণের ব্যবধানে
সূচনা হবে কি নব বার্তার!


অস্থিরময়তা স্বভাব  সময়ের
ধারাপ্রবাহের আগল ভেসে যায় ঝট্পট্
সত্যিমিথ্যার মরুভূমিতে এ কোন সততার মরীচিকা !
জিজ্ঞাসা আজ অকপট।


@মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭


No comments:

Post a Comment