প্রতিভা পাল সেন
আশার সাঁঝবাতি
সময়ের আহ্নিকগতি মেনে,মুহূর্তদের অবাধ-বিচরণ;
একরাশ কালো-ধোঁয়ার ঘূর্ণিপাকে-
যখন রাত নামে জীবনের-স্রোতে
চিলতে-রোদের উষ্ণতা,তপ্ত দুপুর আঁকে;
আশার-আঁচে মন সেঁকে নেয়
আগামীর পরিধি,অপেক্ষার-অবাধ্যতায়!
কত কান্নার-আর্তনাদে,আজও ভারাক্রান্ত পৃথিবী!
অবলীলায় বাতাসে ওড়ে,মৃত্যুর-ফানুস!
স্মৃতির বলিরেখায়,ক্ষতর কালশিটে দাগ এখনও উজ্জ্বল;
সময়ের-চাকা ঘুরছে প্রতিনিয়ত,নিশ্চুপ-নির্দ্বিধায়!
বিষণ্ণতার-চৌকাঠ পেরিয়ে,মুক্ত-আকাশ পেতে চায় জীবন;
প্রশ্বাস নিতে চায় মন,সব বাধা সরিয়ে;
দমবন্ধ-নৈঃশব্দ্যের কাটাকুটি-খেলায়
কতই না পুড়েছে, সাঁঝবাতির-সলতে!
এবার চিরুনি-তল্লাশি হোক,ছায়াপথের আঁকেবাঁকে;
আঁধার-শেষে ঠিক হাসবে ভোরের সূর্য-
নতুন দিনে,নতুনের পাহারায়....
@মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭
No comments:
Post a Comment