Saturday, January 2, 2021







 

পার্থ বন্দ্যোপাধ্যায় 

বর্ষ শেষে 

মাঠ ভরেছে সোনার ধানে 
হিমেল বাতাস আসছে ধেয়ে, 
চা'য়ের কাপে উঠছে তুফান 
শ্লোগান মিছিল ডাইনে বাঁয়ে। 

একতারাতে সুর উঠেছে 
সাজছে বাউল বর্ষশেষে,
স্বপ্ন নিয়ে বেচা কেনার 
বছর ফুরায় এক নিমেষে। 

অনাহারে মরছে বা কেউ 
ধুঁকছে শ্রমিক পাটের কলে,
রাজনীতি টা বাগিয়ে নিতে 
ব্যাস্ত সবাই ছলে বলে। 

চা বাগানের সব কুমারী 
উধাও কোথায় কে বা জানে,
তাপসীরা হারিয়ে গিয়েও
জর্জরিত প্রশ্ন বাণে। 

আসুক নতুন বছর হেসে 
রক্ত যেন নিচ্ছে শুষে, 
মনখারাপের খবর যেন
আর আসে না এই একুশে। 


@ মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭

No comments:

Post a Comment