বাণী প্রসাদ নাগ
দুর্দিন
সমাজের নানা রঙে ছিল ভালোবাসা
হারিয়েছে সেই দিন, দুর্দিনে সম্বল নিরাশা
শিক্ষিত বেকারেরা অনশন আন্দোলনে
টাকাই শিক্ষার মাপকাঠি কর্মসংস্থানে।
ছেলেমেয়ে বসে ঘরে পড়াশোনা গেছে দূরে
দাম নেই আনাজের, চাষীকে চিন্তাটা ছেঁকে ধরে
চারিদিকে হানাহানি ,প্রাণহানি প্রতিদিন
ক্ষমতার লোভে ছোটা, আসবে কি সুদিন?
সামনে ভোটের লড়াই, কেবা আসে কেবা যায়
গোলা বারুদের কবলে উলু খাগড়ার বাঁচা দায়
চারিদিকে উড়ছে টাকা ক্ষমতার লোভে
সাধারণ জনগণ জ্বলছে মনে মনে ক্ষোভে।
@মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭
No comments:
Post a Comment