Sunday, January 31, 2021

 মুজনাই সাপ্তাহিক

     নদী সংখ্যা  

ভালো থেকো প্রিয় নদী

শ্রাবনী সেনগুপ্ত


প্রিয় নদীটি সুবর্ণরেখা ,

বুকে তার স্বপ্নের ছবি আঁকা

আপন খেয়ালে বয়ে চলে,

মনে মনে কত কথা বলে

বুকে পাথরের বাঁকে বাঁকে কত স্বপ্ন বোনা ,

বৃষ্টির জলে জন্ম যে তারমেঘের কাছে শোনা

সূর্যাস্তের রং তার তীরের বালুচরে পড়ে

চিকচিক করে যেন গলানো সোনা

পাড়ে তার পাহাড়ের সারি

অপূর্ব শোভাদেখতে ভালো লাগে ভারি

"গৌরীকুঞ্জ" 'পথের কবি' সাধের বাড়ি,

তোমার কূলেতে লেখা যশোগাথা তারই

চলার পথেতে পড়ে কত জনপদ,

ঘাটশিলা,গালুডি,হুড্রু জলপ্রপাত

পৌষসংক্রান্তিতে আদরের টুসুকে ভাসিয়ে

ঘরে ফেরে সকলে ভারাক্রান্ত মন নিয়ে

ভালো থেকো প্রিয় নদী

আবার দেখা হয় যদি,

কথা হবে তোমার সাথে

সাঁঝের বেলায় কিংবা প্রভাতে


ছবি- সংগৃহিত 

No comments:

Post a Comment