Saturday, January 2, 2021







 অনুনয় চ্যাটার্জি

শীতের মজা পিকনিকে

গত শীতে বনভোজনে গেলাম লোহাগড়
বনের পথে ছুটল গাড়ি, মনে খুশির ঝড়।
শহর থেকে অনেক দূরে, কমছে বাড়ি-ঘর
সকাল সকাল দখল নিলাম মেচি নদীর চর।
নদী, পাহাড়, জঙ্গল আর সবুজ চায়ের বাগান
দু'পা গেলেই পড়বে চোখে নেপাল দেশের নিশান।
উনুন জ্বেলে, খুন্তি নেড়ে শুরু হল রান্না
এই একটা দিনে সবাই যেন ভজহরি মান্না!
ভাত-মাংস-ভাজার সাথে ছিল মিঠে চাটনি
বন্ধুরা একসঙ্গে হলে কোথায় লাগে খাটনি!
রান্নাশেষে গরম গরম খেলাম ভূরিভোজ
এক নিমেষে মাংস উধাও, পাচ্ছে না কেউ খোঁজ!
খাওয়ার পরে যেই না এল বাসন ধোয়ার পালা
একে একে পড়ল কেটে বুঝে বিষম জ্বালা!
শেষবিকেলে সবাই মিলে একটু ঘোরাঘুরি
আসছে বছর আবার হবে, এবার তবে ফিরি। 


@মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭

No comments:

Post a Comment