Saturday, January 2, 2021


 





বিজয় বর্মন

একুশের আয়না

বিষে ভরা বিশ চির নিদ্রায়,
সে এক দীর্ঘ ইতিহাস,
স্মৃতির সরণিতে বিশ্ব দরবার।

জীবন দর্শনের, এক ছোট্ট জানালায়
দেখি সাহিত্য বাসর।

নীল আকাশ দিগন্তরখায় 
মাটির সাথে কথা বলে,
পাহাড় নদী ছড়িয়ে দেয়,
স্নিগ্ধতার বাতাস,
জীবনের পরিভাষায় মৃত্যুই শেষ কথা নয়।

উপলব্ধির চোখে ধরা পড়ে,
ভাটিয়ালি সুরে পার ভাঙ্গা মুহূর্ত,
মর্মস্পর্শী হৃদয় গেয়ে উঠে ভাওয়াইয়া,
দরিয়া গানে একাকিত্বের যাপন।

কুয়াশার চাদর সরিয়ে খেজুর পাতা, 
শীতল বাতাসকে বলে সায়োনারা,
তিস্তা তোর্সার পারে,
সবুজের সাথে সোনালী রোদের মিতালী,
ভালো থাকার ডাক দিয়ে যায়।

একুশের আয়নায় দেখি,
আনন্দ আর শান্তির প্রতিবিম্ব।

@মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭

No comments:

Post a Comment