পার্থ রায়
টান
কেউ কি আমায় পেছন থেকে টানে?
বৃষ্টি নামা শ্রাবণ টুপটাপ
চিরদিনের ফুলে জলের ছাপ
মুখতো হারায় ছায়ার আবরণে
কেউ কি তবে পেছন থেকে টানে?
নিজের কাছে বসি যখন একা
হারিকেনের আলো ছায়ায় দেখা
সেও কি ভাসায় নৌকো সাগর পানে
সত্যিই কেউ পেছন থেকে টানে?
আমি দেখি চপল ব্যস্ততায়
একমাত্রিক রঙের প্রলেপটাই
ভালোলাগার নিয়ন্ত্রণ জানে
কেউ তো ঠিকই পিছন থেকে টানে
আমি বলি ভূবনমোহিনী
সব রাস্তা যাদের আমি চিনি
চেনা নামে ডাকছে কানে-কানে
কে যেন তাই পেছন থেকে টানে
অখণ্ড এক চালচিত্র যেন
ফিরিয়ে আনে দৃশ্যকাব্য - কেন
মেলাতে চাই আজ শ্রাবণের মানে
আমাকে যে পেছন থেকে টানে
সে তো রোজই তোমার বাড়ি যায়
গল্প গাঁথা সহজ মুগ্ধতায়
তুমি আজও মেদুর সেইখানে
আমাকে সে পেছন থেকে টানে
সে আমাকে পেছন থেকে টানে
@মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭
No comments:
Post a Comment