Sunday, January 31, 2021

মুজনাই সাপ্তাহিক 

    নদী সংখ্যা  















নদী
সুতপা রায়

চারিদিকে ভৈরব ভৈরবী
              গাজনে মগন। 
কিছু নেই, নেই কোনো পিছু টান 
ভেসে যেতে যেতে উদাস মনে
ফের যদি ফিরে আসি অজয় তীরে
পারবে কী খুঁজে নিতে নুড়ি পাথরে?  
পেছন ফিরে দেখনি কখনও কী ফেলে এসেছ।
প্রকৃতির সুর তাল নিয়ে
আসবে জোয়ার অজয়ের বানে
তারই স্রোতে জীবনের মানে।
নিশুতি রাতের তীরের কান্না, আত্মোগ্লানী
বাড়িয়ে দেয় বিশ্বাস
বলে জিতবে তুমি
হব আমরা নিশ্চই জয়ী।
তুমি আপন বেগে চল
যায় না তোমায় ধরা
আমি যেন এপার ওপার
দুই কূল বিষ্ময়ী  তারা।

ছবি- শৌভিক রায় 

No comments:

Post a Comment