Saturday, January 2, 2021


 






 অমিতাভ সরকার 

একটা নতুন উড়ান


একটা নতুন সকাল,একটা নতুন উড়ান

যা পাখি যা, মেঘ কুয়াশার দেশে

বরফ ঝরা গোলক থেকে ডানায় ভেসে,

জীবন হেথা মাস্কে ঢাকা পড়ে জানি

মৃত্যু যেথা রাতদিন দেয় হাতছানি।

আশার আলো নিয়ে আয় তুই রাতের শেষে।


পাখিরে তুই পরিযায়ী আজ একা না
মানুষও আজ পরিযায়ী নেই ঠিকানা,
তোর শাবকের তবু বাঁচার খোলক আছে 
পরিযায়ী শিশু জন্মায় পথের মাঝে।
তোর উড়ানে আশার আলো মেলুক ডানা ।

মৃত্যু হেথা রাজ্নীতির সিঁড়ি গড়ে
মনুষ্যত্ব, সম্পর্ক ছিন্ন করে,
বাতাসে অক্সিজেন, ফসলে জমি ছয়লাপ
শিশুর হাসি আর সকল বুকে গোলাপ --
নতুন দিনে এই আশাতে আসবি উড়ে।

রোগ প্রতিরোধী ওষুধ আসুক মোদের করে
অস্ত্র সকল শোভা পাক শুধু যাদুঘরে,
রাজনীতি হোক গঠনমূলক, সৃজনশীল 
ধর্ম হোক কল্যাণকামী, সহনশীল।
ঐক্যসুরে বাঁধা হোক নতুন গান
একটা নতুন সকাল, একটা নতুন উড়ান।।

@মুজনাই অনলাইন পৌষ সংখ্যা ১৪২৭

No comments:

Post a Comment